বর্তমান সময়ে স্ট্রোক একটি নীরব ঘাতক হিসেবে পরিচিত। অনেক সময় হঠাৎ করেই মানুষ স্ট্রোকে আক্রান্ত হন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোক হওয়ার অনেক আগেই শরীর কিছু সতর্ক সংকেত দেয়। যদি এগুলোকে গুরুত্ব দিয়ে আগে থেকেই চিকিৎসা নেওয়া যায়, তবে বড় বিপদ এড়ানো সম্ভব। ১. হঠাৎ মাথা ঘোরা ও ভারসাম্য হারানোবারবার মাথা ঘোরা, হাঁটার সময় ভারসাম্য হারানো কিংবা চোখে ঝাপসা দেখা—এসবই হতে পারে স্ট্রোকের পূর্বাভাস। ২. শরীরের একপাশ অবশ হয়ে যাওয়াহাত বা পায়ের একদিকে ঝিনঝিনি অনুভব করা বা অবশ হয়ে যাওয়া স্ট্রোকের অন্যতম সাধারণ ইঙ্গিত। অনেক সময় মুখও বেঁকে যেতে পারে। ৩. কথা বলতে সমস্যা হওয়াহঠাৎ করে জড়তা নিয়ে কথা বলা, শব্দ বের করতে কষ্ট হওয়া কিংবা অপরের কথা বুঝতে সমস্যা—এগুলোও সতর্কবার্তা। ৪. তীব্র মাথাব্যথাকারণ ছাড়াই হঠাৎ করে প্রবল মাথাব্যথা হলে তা...