জাতীয় পরিচয়পত্রে নাম, পিতা-মাতা, জন্মতারিখ বা শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যেকোনো ভুল এখন মাত্র একটি কাগজ দিয়েই সংশোধন করা সম্ভব হচ্ছে। আগে যেখানে শিক্ষাগত যোগ্যতার সনদ ছাড়া সংশোধন করা যেত না, সেখানে বর্তমানে কোর্ট এফিডেভিট বা হলফনামা দিয়েই প্রয়োজনীয় সংশোধন করা যাচ্ছে। নির্বাচন কমিশনের গেজেটে বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা না থাকলেও জাতীয় পরিচয়পত্রে সংশোধন করা যাবে। এর জন্য আদালতের ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা, স্থানীয় চেয়ারম্যান/কাউন্সিলরের প্রত্যয়নপত্র কিংবা জন্মনিবন্ধন সনদ ব্যবহার করা যাবে। প্রয়োজনে তদন্ত করে উপজেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার সংশোধনের আবেদন নিষ্পত্তি করবেন। অন্তর্বর্তী সরকারের আমলে এনআইডি সংশোধন কার্যক্রম দ্রুত সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অনেকেই জানান, আগের তুলনায় বর্তমানে একটি হলফনামা দিয়েই সহজে কার্ডের...