গাজায় অবরোধ ভাঙার লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক কমিটি শুক্রবার (৩ অক্টোবর) জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারীরা অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেছেন। খবর আনাদোলু এজেন্সির। কমিটি এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক জলসীমায় আক্রান্ত ফ্লোটিলার জাহাজগুলিতে আটক থাকা বেশ কয়েকজন কর্মী তাঁদের আটকের মুহূর্ত থেকেই খোলাখুলিভাবে অনশন ধর্মঘট শুরু করার ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি নৌবাহিনী মানবিক সাহায্য বহনকারী ৪৪টি জাহাজের প্রায় সবগুলোতে আক্রমণ করে এবং সেগুলোকে দখল করে নেয়। এ সময় ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনেরও বেশি অধিকারকর্মীকে আটক করা হয়। এই ফ্লোটিলা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং এই অঞ্চলের ওপর ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা করছিল। ইসরায়েল গাজার ওপর প্রায় ১৮ বছর...