বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে প্রার্থীরা সরব হলেও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের অনুপস্থিতি নিয়ে আফসোস ঝরল অনেকের কণ্ঠে। মিরপুরের বিসিবি কার্যালয়ে শুক্রবার প্রচারণা ও আলাপচারিতার মধ্যে একাধিক প্রার্থী প্রকাশ করেছেন তাদের হতাশা।ঢাকা মেরিনার ইয়াং ক্লাবের কাউন্সিলর শানিয়ান তানিম বলেন,“আমি অনেক চেষ্টা করেছি তামিমকে বোঝাতে যে ওর থাকা উচিত ছিল। আমরা একসঙ্গে স্বপ্ন দেখেছিলাম। শুধু তামিম নয়, আরও কিছু যোগ্য প্রার্থী ছিলেন যাঁরা সরে গেছেন। আসলে তাঁদের থাকা দরকার ছিল।”ক্যাটাগরি-৩ থেকে প্রার্থী হওয়া দেবব্রত পালও তামিমের অনুপস্থিতিকে বড় আঘাত হিসেবে দেখছেন। তিনি বলেন,“তামিম ইকবাল আমাদের সাবেক অধিনায়ক। দীর্ঘদিন একসঙ্গে খেলেছি, সম্পর্কও গভীর। ওর না থাকা আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে। এ ধরনের পরিস্থিতি আসাটা কখনোই ভালো কিছু নয়।” তবে লিজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর লুতফর রহমান মনে করেন, নির্বাচনে...