গত সপ্তাহটা ভালো কাটেনি ইংল্যান্ডের চ্যাম্পিয়ন লিভারপুলের। প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছে তারা। পরের ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষে হেরেছে তারা। টানা দুই হারের পর এবার নতুন করে দুঃসংবাদ পেল অলরেডরা। শেষ ম্যাচের পর চোটে জর্জরিত ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন লিভারপুলের নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকার। ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। এই চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা। আগামীকাল প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। ম্যাচটি হবে চেলসির ঘরের মাঠে। তবে এই ম্যাচে অ্যালিসনকে ছাড়াই মাঠে নামবে দলটি। পরবর্তীতে ক্লাবটির হয়ে আরো বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন এই তারকা গোলরক্ষক। এদিকে অক্টোবর উইন্ডোতে দক্ষিণ কোরিয়া ও জাপানের...