ইউরোপিয়ান ফুটবলে এখনও সবচেয়ে দামী দল রিয়াল মাদ্রিদ। জার্মানভিত্তিক ট্রান্সফারমার্কটের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী স্প্যানিশ জায়ান্টদের স্কোয়াডের বর্তমান মূল্য দাঁড়িয়েছে প্রায়১.৪০ বিলিয়ন ইউরো। তবে এই তালিকায় একদিকে যেমন কয়েকজন তরুণ ফুটবলারের বাজারমূল্য বেড়েছে, অন্যদিকে দলের বড় তারকাদের কারও কারও ভ্যালু কমেছে।ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, তরুণ প্রতিভাদের উত্থানই এবার বেশি চোখে পড়েছে। ফ্রাঙ্কো মাসতান্তুয়ানোর বাজারমূল্য এক লাফে২০ মিলিয়ন বেড়ে হয়েছে ৫০ মিলিয়ন ইউরো। তুর্কি মিডফিল্ডারআর্দা গুলেরএখন রেকর্ড ৭০ মিলিয়নে পৌঁছে গেছেন, যা তাঁকে ইতিহাসের সবচেয়ে দামী তুর্কি ফুটবলার বানিয়েছে। ডিফেন্ডারআলভারো কারেরাসর দাম বেড়ে হয়েছে ৫০ মিলিয়ন ইউরো। প্রতিশ্রুতিশীল ডিফেন্ডারডিন হুইজসেনএখন ৭০ মিলিয়ন ইউরোর খেলোয়াড়। আরেক ফুলব্যাক ফ্রান গার্সিয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৮ মিলিয়ন। তবে উল্টো ছবিও আছে।দলের বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়রর বাজারমূল্য ২০ মিলিয়ন কমে দাঁড়িয়েছে ১৭০ মিলিয়ন ইউরোতে। আগে এটি ছিল ২০০...