সম্প্রতি ‘বাংলা আউটলুক’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত “মন্ত্রিপাড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘গোপন মিশন’, ছাগল অপারেশন” শীর্ষক সংবাদে বলা হয়েছিল, গত বছরের ডিসেম্বর মাসের এক রাতে রাজধানীর মন্ত্রিপাড়ায় ঘটেছিল এক ছাগল চুরির ঘটনা। চুরি করা হয়েছিল আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের দুটি ছাগল। আর চুরি করেছিলেন চব্বিশের গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রিফাত রশিদ। এ সংবাদ প্রকাশের পর কেউ কেউ গুরুত্বসহকারে নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে চলে হাস্যরসও। গতকাল বৃহস্পতিবার রাতে (২ অক্টোবর) সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টক-শো এক প্রশ্নের জবাবে সত্যিই কি তারা (এনসিপির নেতারা) আসিফ নজরুলের ছাগল খেয়ে ফেলেছে, এই ব্যাখ্যা দিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন। তিনি বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। তবে আমি ভালো করে বলতে...