আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া ব্যক্তিরা। ‘ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা’ শুক্রবার এ কর্মসূচির কথা জানিয়েছে বলে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষে গঠিত এ কমিটি বলছে, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার মুহূর্ত থেকে তারা অনশন কর্মসূচি শুরু করেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংগঠন বারবার সতর্ক করে আসছে, গাজা উপত্যকা ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে এবং সেখানে দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন প্রেক্ষাপটে গাজায় ত্রাণ পৌঁছে দিতে গত ৩১ অগাস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এ নৌবহরে প্রায় ৫০টি জাহাজ...