ভারত-পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনার স্ফুলিঙ্গ। পাকিস্তানের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তাঁর কড়া ভাষায় বার্তা, “সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ না করলে পাকিস্তানকে ভূগোল থেকেই মুছে ফেলা হবে।” শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে এই সতর্কবার্তা দেন দ্বিবেদী। তিনি স্পষ্ট করে জানান, “অপারেশন সিন্দুর ১.০-তে আমরা সংযম দেখিয়েছিলাম, কিন্তু এবার তা আর হবে না। পাকিস্তানকে ভাবতে হবে তারা ভূগোলে টিকে থাকতে চায় কি না।” শুধু হুঁশিয়ারিই নয়, সেনাদের প্রস্তুত থাকতে বিশেষ নির্দেশও দেন সেনাপ্রধান। তাঁর কথায়, “ঈশ্বর ইচ্ছা করলে খুব শিগগিরই তোমরা সুযোগ পাবে। তাই তৈরি থাকো।” এই বক্তব্য আসে ভারতের এয়ার চিফ মার্শাল এপি সিং-এর আগের দিনের মন্তব্যের পরপরই। তিনি সন্ত্রাসবাদ দমনে ভারতের অবস্থান আরও দৃঢ় করার কথা জানিয়েছিলেন। দ্বিবেদী আরও জানান,...