গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টি নৌযানের কোনোটিতেই ত্রাণ ছিল না। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে প্রকাশিত এক ভিডিওতে এমন দাবি করা হয়েছে। প্রকাশিত ওই ভিডিওতে ইসরায়েলি পুলিশের মুখপাত্র ডিন এলসডান দেখান যে, সুমুদ ফ্লোটিলার অন্যতম বৃহৎ নৌযানের অভ্যন্তরে পুরোপুরি খালি। সেখানে কোনো ত্রাণ নেই। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ত্রাণ না থাকার বিষয়টি এটাই প্রমাণ করে যে মানবিক উদ্দেশ্য নয় বরং রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে এসেছিল সুমুদ ফ্লোটিলা। ভিডিওতে মুখপাত্র ত্রাণ না থাকার বিষয়টি ব্যাখ্যা করে বলেন, মানবাধিকার কর্মীরা যাতে সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে না পারে সেজন্য ইসরায়েল তাদেরকে আটক করেছিল।গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার...