ভারত সফরে যাচ্ছেন আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। আগামী ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে ভারত সফরে যেতে পারেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার এ খবর জানিয়েছে। খবরটি নিশ্চিত হলে ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর এটিই হবে প্রথম কাবুল প্রশাসনের কোনও শীর্ষস্তরের নেতার নয়াদিল্লি সফর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফগান তালেবান সরকারের সদস্যদের বিদেশ সফরের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল, মুত্তাকির ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়া হয়েছে। ফলে তার ভারত সফরের পথ সুগম হয়েছে। কূটনীতির খাতিরে কোনও কোনও সময় নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেয় জাতিসংঘ। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ক্ষেত্রে তেমনটিই করা হয়েছে। তিনি ভারতে যাওয়ার অনুমতি পেয়েছেন। ২০২১ সালের ১৫ অগাস্ট গৃহযুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখল করলেও এখনও জাতিসংঘের স্বীকৃতি পায়নি আফগানিস্তানের তালেবান সরকার। বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গেই...