লাখ লাখ মুসলমানের কাছে ওমরাহ পালন সবসময়ই একটি স্বপ্ন। কিন্তু ভিসার জন্য আবেদন, হোটেলের ব্যবস্থা ও পরিবহণ বুকিং প্রক্রিয়ায় প্রায়শই বিভ্রান্তি ও জটিলতা তৈরি হয়। অনেকে বিভিন্ন হজ-ওমরাহ সংক্রান্ত এজেন্সির ওপর বেশি নির্ভর করেন, আবার অনেকে পর্যটন ভিসায় সৌদি গিয়ে ওমরাহ পালনের চেষ্টা করেন। খবরে বলা হয়, সৌদি আরব ওমরাহ পালনের জন্য প্রক্রিয়াটি সহজ করার লক্ষ্যে নিয়মকানুনে একাধিক পরিবর্তন এনেছে। ভিসা আবেদন, পরিবহণ থেকে শুরু করে হোটেল পর্যন্ত প্রতিটি পদক্ষেপ এখন সরকারি প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত, যা নিশ্চিত করবে সুসংগঠিত ও স্বচ্ছভাবে ওমরাহ পালন। এখানে নিয়মকানুনে আনা ১০টি গুরুত্বপূর্ণ পরিবর্তন উল্লেখ করা হলো, যা মুসলমানদের ওমরাহ পরিকল্পনা করার আগে অবশ্যই জানা উচিত। ১. ভিসার জন্য আবেদন করার সময় সৌদি আরবে থাকার আবাসন বুকিং করতে হবে ওমরাহ করতে ইচ্ছুক ব্যক্তিরা আর হোটেল...