দ্বিতীয় আসরের প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সুপার ম্যান আর রাইজিং স্টার। এ ম্যাচে জয় পেয়েছে রাইজিং স্টার। অপর দুই ম্যাচে জয় পেয়েছে ম্যাচ গুলোয় জয় পেয়েছে গ্রেট হান্টার ও সুপার হিরোস। এবারের আসরে দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপের দল গুলো হলো সুপারম্যান, সুপার হিরোস, সুপার কিংস, রাইজিং স্টার। গ্রুপ ‘বি’ এর দল গুলো হলো বেস্ট ফাইটার্স, স্প্যাইডারম্যান, নাইট নাইডার্স, গ্রেট হান্টার্স।উদ্বোধনী অনুষ্ঠানে আরএন রোড ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ। রিপন অটোস প্রাইভেট লিমিটের চেয়ারম্যান ও যশোর চেম্বার অফ কমার্সের যুগ্ন সাধারণ সম্পাদক ইজাজ উদ্দিন টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ শফিক রতন।...