গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহরের বেশিরভাগ জাহাজ ও শত শত কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটক অভিযানের পর প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আটককৃতদের অবস্থা ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছু তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে যাত্রা করা শত শত অধিকারকর্মী, যাদের মধ্যে ছিলেন সুপরিচিত সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গও, তাদের আটক করে রেখেছে ইসরায়েল। ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। নানা মহলে প্রশ্ন উঠছে, আটককৃত এসব মানবাধিকারকর্মীদের নিরাপত্তা কি নিশ্চিত করা হবে? ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ ছাড়া বাকি সব নৌযান আটক করা হয়েছে। আটককৃত অধিকারকর্মীদের ইসরায়েলি বন্দরে নিয়ে আসা হচ্ছে, সেখান থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী,...