সিদোআরজোর বহু তলাবিশিষ্ট বোর্ডিং স্কুলটির একটি অংশ সোমবার হঠাৎ ধসে পড়ে। সেসময় ছাত্ররা বিকেলের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। দুর্ঘটনার পর ধ্বংসস্তুপের নিচে বহু ছাত্র আটকা পড়ে যায়। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও সাংবাদিকদের বলেন, শুক্রবার ওযু করার স্থানে ধ্বংসস্তূপের চাপা আটকে পড়া দুই ছাত্রের মরদেহ পাওয়া যায়। তার আগে ৫৯ জনের নিখোঁজ থাকার আশঙ্কা করা হয়। হতভাগ্য পরিবারগুলো ধ্বংসস্তূপের পাশে তাদের প্রিয়জনদের খোঁজে উদগ্রীব হয়ে অপেক্ষা করছে। বিশেষজ্ঞরা জানান, ধসের কারণ তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রীর কারণে এই দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রাতে দুর্ঘটনাস্থলের কাছাকাছি উপকূলে ভূমিকম্প আঘাত হানে। ফলে উদ্ধার অভিযান তৎপরতা বাধার মুখে পড়েছে। উদ্ধারকারী দল...