ব্রিটেনের রাজা হলে রাজতন্ত্রে পরিবর্তন আনবেন বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। অ্যাপল টিভি প্লাসের এক অনুষ্ঠানে খোলামেলা সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এই সাক্ষাৎকারে তিনি পরিবার, দায়িত্ব, ঐতিহ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন। ব্রিটিশ রাজপ্রাসাদের সূত্র বলছে, এটি প্রিন্স উইলিয়ামের জীবনের সবচেয়ে খোলামেলা সাক্ষাৎকারগুলোর একটি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।অ্যাপল টিভি প্লাসের অনুষ্ঠান দ্য রিলাকট্যান্ট ট্রাভেলারের জন্য উইন্ডসরে অভিনেতা ইউজিন লেভির সঙ্গে আলাপে উইলিয়াম বলেন, আমার এজেন্ডায় পরিবর্তন আছে। ইতিবাচক পরিবর্তন, এগুলোকে আমি স্বাগত জানাই। আমি পরিবর্তনকে ভয় পাই না, বরং এটিই আমাকে সবচেয়ে বেশি উদ্দীপ্ত করে। তবে এটি কোনো অতিরিক্ত মৌলিক পরিবর্তন হবে না, বরং প্রয়োজনীয় কিছু রদবদল। উইলিয়াম সাক্ষাৎকার দেওয়ার সময় লেভিকে উইন্ডসর ক্যাসেলের ভেতরে...