০৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম ভারতের হায়দ্রাবাদে শনিবার দুর্গাপ্রতিমা বিসর্জনের আগে ঢেকে দেয়া হলো মসজিদগুলো। শুক্রবার (৩ অক্টোবর) প্রতিমা বিসর্জনের একদিন আগেই বেশ কয়েকটি মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হায়দ্রাবাদে দুর্গাপ্রতিমা মিছিলের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে মসজিদগুলি ঢেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আফজালগঞ্জ, পাথরগাট্টি, সিদ্দিকআম্বর বাজার, মোয়াজ্জম জাহি মার্কেট সহ ওল্ড সিটি এলাকার মসজিদগুলি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এর আগে, গত সেপ্টেম্বরে হায়দ্রাবাদে গণেশ প্রতিমা বিসর্জনের আগে মসজিদগুলি ঢেকে দেওয়া হয়েছিল। শনিবার (৪ অক্টোবর) দুর্গাপ্রতিমা চূড়ান্ত বিসর্জনের আগে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বছর ওল্ড সিটির বিভিন্ন অংশে প্রায় ২০০টি প্রতিমা স্থাপন করা হয়েছে। স্থানীয় পুলিশ মিছিলের পরিকল্পনা চূড়ান্ত করেছে এবং মিছিলের রুটের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চৌকি...