দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত ছুটি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।মাউশি বলছে, গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১২ দিনের এই ছুটি ৭ অক্টোবর পর্যন্তই বলবৎ থাকবে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১২ দিনের অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়েছে। তবে কোন স্তরের বা কোন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ ছুটি প্রযোজ্য- তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনে এই সময়ের মধ্যে কোনো পরীক্ষা না নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ছুটি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী জানান, অবকাশকালীন ছুটি ২৮ সেপ্টেম্বর থেকে শুরু...