১২ ঘণ্টা পর হ্যাকারদের কবল থেকে উদ্ধার হওয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ভেরিফায়েড ফেসবুক পেজ আবারও হ্যাকারদের কবলে পড়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হ্যাকাররা পুনরায় পেজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে ব্যাংক সূত্রে জানা গেছে। এর আগে শুক্রবার ভোরে হ্যাকড হওয়ার পর বিকাল ৪টার দিকে ব্যাংকের জনসংযোগ বিভাগ জানায়, ফেসবুক কর্তৃপক্ষের সহযোগিতায় তারা পেজটির নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। কিন্তু মাত্র ১৫ মিনিট আগে আবারও পেজটি হ্যাকারদের দখলে চলে যায়। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা মাত্র কয়েক ঘণ্টা আগেই নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই আবারও পেজটি হ্যাকারদের দখলে চলে গেছে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমরা নতুন করে যোগাযোগ করছি।” শুক্রবার ভোরে প্রথম দফায় হ্যাকড হওয়ার পর ‘এমএস ৪৭০ এক্স’ নামের একটি হ্যাকার গ্রুপ পেজটির প্রোফাইল...