জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, আমাদের দেশের পার্বত্য অঞ্চলকে অশান্ত করে দেশের শান্তিশৃঙ্খলা ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। পার্বত্য অঞ্চলকে অশান্ত করে কারোর খোয়াব পূরণ হবে না।শুক্রবার (০৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপা ঢাকা মহানগর আয়োজিত, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জুলাই সনদের আইনি ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়ে আসাদুর রহমান বলেন, দেশের কতিপয় সুশীলদের কারণে জুলাইয়ের আইনি ভিত্তি চূড়ান্ত করা বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টার সাম্প্রতিক কর্মকাণ্ড সন্দেহজনক মনে হচ্ছে। অবিলম্বে জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে...