ত্রাণ নিয়ে গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবশেষ জাহাজটিকেও শুক্রবার (৩ অক্টোবর) আটক করে ইসরায়েলি বাহিনী। গাজা উপকূলে এলে ‘ম্যারিনেট’ নামের জাহাজটির দখল নেয় ইসরায়েলি সৈন্যরা। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। ম্যারিনেট জাহাজটিই শুধু চলছিল। এবার সেটিরও দখল নেওয়া হলো। ফলে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরের অবরোধ ভাঙা সম্ভব না হলেও আরেকটি জাহাজ ৯টি নৌবহর নিয়ে গাজা অভিমুখে তখনও চলছে বলে জানান বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম। শেষ পরিস্থিতি অনুযায়ী একটা বিষয় স্পষ্ট—সুমুদ ফ্লোটিলার অভিযান অবরোধ না ভেঙেই শেষ করতে হয়েছে। তবে তারপরেও বিশ্বজুড়ে শক্তিশালী বার্তা দিতে পেরেছে তারা। উল্লেখ্য, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এবারের এই নৌবহরে ছিল ৪০টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় ৪৪টি নৌযানে...