বিদেশি শিক্ষার্থীরা অনেকেই আর যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চাইছে না। উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যেতে তারা যেন ভয়ই পাচ্ছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একের পর এক নীতি বদল, যুক্তরাষ্ট্রে বাস করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে গিয়ে অনেকেই উচ্চশিক্ষার জন্য বিকল্প খুঁজে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের চেয়ে এবছর কম বিদেশি ছাত্র ভর্তি হতে দেখা গেছে। এতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর আয় কমে গিয়ে তাদের মাথায় হাত পড়ছে। বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে লাভ করে বিশ্ববিদ্যালয়গুলো। ডলার আয় হয় প্রচুর। বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে সুযোগসুবিধাও পেয়ে থাকে। বিশেষ করে বিভিন্ন গবেষণায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বিদেশিদের সেদেশে আকৃষ্ট করে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বদলে গেছে এই চিত্র। বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা হু হু করে কমতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের অনেক নামকরা বিশ্ববিদ্যালয়েও। ফলে কমছে বিশ্ববিদ্যালয়গুলোর আয়।...