সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গোহালা নদীর আড়াই কিলোমিটার এলাকা এক ব্যবসায়ীর কাছে ইজারা দিয়েছে স্থানীয় এক মসজিদ কমিটি। এতে অসন্তোষ ও শঙ্কা প্রকাশ করেছেন জেলেরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার ‘উধুনিয়া বাজার জামে মসজিদ’ কমিটি উন্মুক্ত দরপত্র আহ্বান করে। স্থানীয় বাসিন্দাদের বরাতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার জানায়, উধুনিয়া বাজারে একদল ব্যক্তি টেন্ডারে অংশ নেন। এক লাখ ৬০ হাজার টাকায় নদীর আড়াই কিলোমিটার এলাকা এক বছরের জন্য লিজ দেওয়া হয়। মসজিদ কমিটির সভাপতির মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কমিটির সহসভাপতি হাজী আব্দুল হামিদ স্থানীয় এক সাংবাদিককে নদীর একটি অংশ লিজ দেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। দ্য ডেইলি স্টারের কাছে সেই কথোপকথনের রেকর্ড রয়েছে। হামিদ বলেন, মসজিদের উন্নয়নের স্বার্থে গোহালা নদীর একটি অংশ লিজ দেওয়া হয়েছে।...