শেষ দিন সকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের ইন্ডাস্ট্রি ও ট্রেড মন্ত্রী অনুলাক চান্থিভং এমপি। এক্সপোতে তিনি প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং দুই দেশের শিল্পোদ্যোক্তা, নীতি নির্ধারক, আয়োজক ও স্টল মালিকদের সাথে মতবিনিময় করেন। পরে তার ভাষণে মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হলে দুই দেশের ব্যবসা-বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই দিনে এক্সপোর প্যানেল আলোচনায় অংশ নেন দুই দেশের শিল্পোদ্যোক্তা, নীতি নির্ধারক এবং শিক্ষাবিদরা। সকাল দশটা থেকে শুরু হওয়া প্রথম সেশনে ছিল “বিল্ডিং টুমরো: ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং পার্টনারশিপস ফর গ্রোথ”। এতে অংশ নেন ক্যাম্বেলটাউন সিটি মেয়র ডার্সি লন্ড, বাংলাদেশের কর্ণফুলি গ্রুপের নির্বাহী পরিচালক সামিউর ইসলাম, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম, সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ম্যানেজার ক্রিস মানোস্কি। সঞ্চালক ছিলেন ব্রাইয়ন লাউল ও...