শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণা করার দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনাকে স্মরণ করে রাখতে ৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণা করার দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। ভিপি সাদিক কায়েম লেখেন, দেশের স্বার্থ রক্ষা এবং অন্যায্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আধিপত্যবাদী শক্তি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হাতে নির্মমভাবে শহীদ হন আবরার ফাহাদ। শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ও প্রেরণার বাতিঘর। তিনি আরও লেখেন, শহীদ শরীফুজ্জামান নোমানীর শাহাদাতের মধ্য দিয়ে নতুন করে স্বাধীন হওয়ার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল,...