তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।এ ম্যাচে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলেই প্রথমবার দেশের বাইরে আফগানদের বিপক্ষে সিরিজ জিতবে টাইগাররা। প্রথম ম্যাচে জয় পেলেও ব্যাটিং ইউনিটের ধস চিন্তায় ফেলেছে টাইগারদের। সিরিজের প্রথম ম্যাচে ৯ রানের মধ্যেই ৬ উইকেট হারানোর তিক্ত অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তাই টাইগার শিবিরে থাকবে বাড়তি সতর্কতা। বাংলাদেশ একাদশ:তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক ও উইকেটকিপার), নুরুল হাসান, শামীম হোসেন,...