ধ্রুব জুরেল আর রবীন্দ্র জাদেজার দাপুটে সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। আহমেদাবাদে দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের প্রথম ইনিংসে লিড দাঁড়িয়েছে ২৮৬ রানে। দিনের শুরুতে লোকেল রাহুল তুলে নেন সেঞ্চুরি। এরপর জুরেল (১২৫) আর জাদেজার (১০৪*) জুটিতে আসে ২০৬ রান। যা ম্যাচ থেকে কার্যত ছিটকে দেয় ক্যারিবীয়দের। দিনের শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৪৪৮ রান। প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটকিপার-ব্যাটার জুরেলের জন্য এটি ছিল ক্যারিয়ারের প্রথম শতক। রোস্টন চেজকে বাউন্ডারি মেরে পৌঁছান তিন অঙ্কে। জুরেল ১৫টি চার আর ৩টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান। পরে খ্যারি পিয়েরের বলে থামেন। অন্যদিকে, জাদেজা পেয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। তার ব্যাট থেকে আসে ৬টি চার আর ৫টি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজের সান্ত্বনা কেবল রাহুলের উইকেট। লাঞ্চের...