ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্ট পরিদর্শনে গিয়ে বলেছেন, পাকিস্তানকে "মানচিত্র থেকে মুছে ফেলা" পর্যন্ত ভাবতে হতে পারে, যদি তারা রাষ্ট্র-সম্মতভাবে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করে। শুক্রবার দেওয়া এক ভাষণে জেনারেল দ্বিবেদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, 'বিশ্ব মানচিত্রে টিকে থাকতে চাইলে পাকিস্তানকে যেন রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে সহায়তা করা বন্ধ করতে হবে।' তিনি আরও বলেন, ভারত পূর্বে অপারেশন সিঁদুর ১.০ চলাকালে যে সংযম দেখিয়েছিল, এবার সেই ধরনের সংযম দেখা যাবে না — এবার আরও শক্তিশালী, সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হতে...