রাজধানীতে রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল ১১টার দিকে রমনা লেকের পাড়ে জুতা রেখে হাটু পানিতে নেমে ওই লোককে হাতমুখ ধুতে দেখে স্থানীয় কয়েকজন ফটোগ্রাফার। এর কিছুক্ষণ পর একই স্থান দিয়ে তারা যাওয়ার সময় ওই লোককে সেখানে না দেখলেও তার জুতা পড়ে থাকতে দেখেন। তখন...