একসময় বেদখল জমির দখল ফেরত পেতে বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরতে হতো জমির মালিকদের। মামলার জটিলতা আর দীর্ঘসূত্রতার কারণে প্রকৃত মালিকেরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতেন। তবে সেই ভোগান্তির দিন শেষ। নতুন আইন ও বিধিমালার কারণে এখন মাত্র তিন মাসেই ফেরত পাওয়া সম্ভব বেদখল জমির দখল। আপনার জমি যদি জোরপূর্বক দখল করে নেওয়া হয়, তবে আগে যেভাবে জজ কোর্টে মামলা করতে হতো, এখন আর সেই ঝামেলা নেই। সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করলেই শুরু হবে প্রক্রিয়া, যা শেষ হবে সর্বোচ্চ তিন মাসের মধ্যে। ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এবং ২০২৪ সালের বিধিমালা অনুযায়ী এই পদক্ষেপ কার্যকর হচ্ছে। বিধিমালার ৬ নম্বর ধারা অনুযায়ী, অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির আবেদন গ্রহণ ও নিষ্পত্তির নিয়ম স্পষ্ট করা হয়েছে। যে কেউ আদালত...