মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ১১ শিশুর মৃত্যুর পর নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় পরিষেবা ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস)। ছোট শিশুদের জন্য কফ সিরাপ ব্যবহার না করার বিষয়ে একটি সতর্কতা জারি করেছে সংস্থাটি। এখন থেকে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত ২ বছরের কমবয়সী শিশুদের কাশির সিরাপ না খাওয়ানোর নির্দেশ দিয়েছে তারা। তবে সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় মাত্র ১৫ দিনের মধ্যে কিডনি অকার্যকর হয়ে ৯ শিশুর মৃত্যুতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মধ্যপ্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়া ‘দূষিত’ কফ সিরাপ খাওয়ার সঙ্গে যুক্ত। রাজস্থানেও কয়েক দিন আগে একই ধরণের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। মারা যাওয়া ৯ শিশুর মধ্যে অন্তত পাঁচজনকে ‘কোল্ডরিফ’ এবং একজনকে ‘নেক্সটরো’ সিরাপ খাওয়ানো হয়েছিল। এ কারণে এবার বেসরকারি...