বাগেরহাট:ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শুক্রবার (০৩ অক্টোবর) মধ্যরাত থেকে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।এই সময় ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও মজুদ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার শেষ সময়ে দক্ষিণাঞ্চলের অন্যতম সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র বাগেরহাটের কেবি বাজারে উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে জেলেরা ইলিশ কম পাওয়ায়, দাম অনেক বেশি। এদিন সন্ধ্যায় ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখল ছিল কেবি বাজার। ট্রলার থেকে নামানো ইলিশ উন্মুক্ত নিলাম পদ্ধতিতে বিক্রির পাশাপাশি কিছু ক্রেতা সরাসরি খুচরোও বিক্রি করছিলেন। এই ক্রয়-বিক্রয় চলবে রাত ১২টা পর্যন্ত। বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫শ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত, ৫শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫শ টাকা কেজি দরে, ২৫০ গ্রাম থেকে ৩০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি...