নেত্রকোনার কেন্দুয়ায় নারিকেল পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। গাছেই পড়ে ছিল তার মরদেহ। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সিফাত। সে সরাপাড়া গ্রামের শহিদুল্লাহ মিয়া। স্থানীয়রা জানান, সকালে নারিকেল পাড়তে গাছে ওঠে সিফাত। নারিকেল পাড়ার শেষ মুহূর্তে তার হাতে থাকা দা দিয়ে গাছের কাঁচা একটি ডাল কাটছিল। এসময় বিদ্যুতের মেইন লাইনের তারের স্পর্শ লেগে পুরো নরিকেল...