অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন ইসলামী ব্যাংকের ‘বিশেষ যোগ্যতা মূল্যায়ন’ পরীক্ষার তালিকায় থাকা কর্মকর্তারা। শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আগামী রোববার থেকে তারা এ কর্মবিরতি ঘোষণা দিয়েছেন। কর্মবিরতির ঘোষণা দেওয়া কর্মকর্তারা ইসলামী ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষের হাতে বরখাস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরে সেগুলো আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পর্ষদকে ‘অবৈধ’ মন্তব্য করে সংবাদ সম্মেলনে এসএম এমদাদ হোছাইন অভিযোগ করেন, চট্টগ্রামের বাসিন্দা হওয়ায় তারা ব্যাংকটিতে বৈষম্যের শিকার হচ্ছেন। ইতোমধ্যে ৩০০ জনের বেশি কর্মকর্তাকে ব্যাংক থেকে চাকরিচুত্য করা হয়েছে। পাঁচ হাজার ২০০ জনের অধিক লোককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং শাস্তিমূলক বদলি করা হয়েছে। এমদাদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ তাদের ইউজার আইডি, স্টাফ অ্যাকাউন্ট, ব্যাংক...