চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও ভিসার সুযোগ বাড়ার ফলে এবার রেকর্ড সংখ্যক শিক্ষার্থী চীন, বিশেষ করে উশির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে এসেছেন। উশি শহরটি চিয়াংসু প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প ও শিক্ষাকেন্দ্র এবং তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত। শহরটির হৃদয়ে অবস্থিত তাইহু হ্রদ এখানকার প্রাকৃতিক শোভার কেন্দ্রবিন্দু। বিশাল আয়তনের এই হ্রদ তার স্বচ্ছ নীল জল, মনোরম তীর ও চারপাশের সবুজ পাহাড়ের জন্য পর্যটক ও স্থানীয়দের কাছে অত্যন্ত প্রিয়। হ্রদের পাশ দিয়ে সাজানো উদ্যান, সাইকেল রাস্তা ও হাঁটার পথ শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ অবসর কাটানোর স্থান। এই বর্ষার মৌসুমে তাইহুর প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে। সবুজে ঘেরা পরিবেশ ও হ্রদের নীল জলের মিতালী দর্শনার্থীদের মনের সকল ক্লান্তি দূর করে দেয়। এই অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যেই পুরনো শিক্ষার্থী ও পেশাজীবীরা সাদর...