০৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত (ওয়াশিংটন ডিসির স্থানীয় সময়, বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টা) তার ২০-দফা গাজা পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারবে। ‘যদি এই শেষ সুযোগে চুক্তিতে পৌঁছানো না হয়, তাহলে হামাসের বিরুদ্ধে এমন নরক নেমে আসবে যা আগে কেউ কখনও দেখেনি,’ ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি দীর্ঘ পোস্টে লিখেছেন। ‘মধ্যপ্রাচ্যে কোন না কোনভাবে শান্তি আসবে,’ তিনি সব ক্যাপশনে যোগ করেছেন। ট্রাম্প পোস্টে বেশ কয়েকবার হামাসকে হুমকি দিয়ে দাবি করেছেন যে সংগঠনটির সদস্যরা ‘ঘেরাওয়ের মেধ্য এবং সামরিকভাবে আটকা পড়ে আছে, শুধু আমার ‘যাও’ শব্দটি বলার অপেক্ষা করছে যাতে তাদের জীবন দ্রুত নিভে যায়।’ ‘বাকিদের কথা বলতে গেলে, আমরা...