শীঘ্রই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ লেবার পার্টি ১০০ আসনে আনারস প্রতীকে প্রতিদন্ধীতার জন্য প্রাথমিক তালিকা ঘোষনা করবে মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, লেবার পার্টি আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জন্মলগ্ন থেকে রাজপথে লড়াই সংগ্রাম করছে। ২০২৬ সালের নির্বাচনে লেবার পার্টির একাধিক সদস্যকে জাতীয় সংসদে পাঠাতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামী ২৪ অক্টোর ঢাকায় লেবার পার্টির বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হবে। তিনি শুক্রবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির জরুরী সভা শেষে প্রেস ব্রিফিংয়ে লেবার পার্টির চেয়ারম্যান একথা বলেন। লেবার পার্টির নিবন্ধন প্রাপ্তীতে দলীয় নেতা-কর্মী ও শুভনুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞা জানিয়ে ডা. ইরান বলেন, আমরা আনারস মার্কা নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া খাই খাই রাজনীতি ও লুটপাটের বিরুদ্ধে গনজাগরন তৈরিতে কাজ করবো।...