বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর জাতির কাছে মৌলিক সংস্কার করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ লক্ষ্যে ইতোমধ্যে জুলাই জাতীয় সনদের প্রণয়ন করতে যাচ্ছেন। তবে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।শুক্রবার (৩ অক্টোবর) কক্সবাজারের মহেশখালী ও শাপলাপুর ইউনিয়ন জামায়াতের তৃণমূল নেতাদের সমাবেশে তিনি এসব কথা বলেন।মহেশখালী কুতুবদিয়ার উন্নয়ন প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, আমাদের দুটি উপজেলা অর্থনৈতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময়। এখানে পর্যটন শিল্পের জন্য বিশাল সমুদ্রসৈকত, লবণ, চিংড়ি, পানসহ অনেক প্রাকৃতিক গ্যাস, মৎস্য,...