এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে হংকং, চায়না। বরাবরের মতোই বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের ছড়াছড়ি রয়েছে এবারের দলেও। দলে ৫ জন ফুটবলার রয়েছেন যাদের জন্ম ব্রাজিলে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম দুদু। এক সময় তার নেতৃত্বেই বয়স ভিত্তিক পর্যায়ে খেলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এছাড়াও বলিভিয়া, জার্মানি, ক্যামেরুন ও জাপানি বংশোদ্ভূত ফুটবলারও রয়েছে দলে। বাংলাদেশের জন্য আতঙ্কের নাম হতে পারেন ১৯ ম্যাচে ১০ গোল করা উইঙ্গার এভেরতন কামারগো। ২০২৩ সালে অভিষেক হওয়া এই উইঙ্গার হংকং বড় ভরসার জায়গা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ফের্নান্দো অগুস্তো। নেইমারের মতো সান্তোসের একাডেমিতেই বেড়ে উঠেছেন দুদু। মূল দলে খেলার সুযোগ পাননি খুব বেশি। গত বছর হংকংয়ের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় এই সেন্টারব্যাকের। এখন পর্যন্ত তিনটি ম্যাচ...