পাকিন্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা মুসলিম দেশগুলোর প্রস্তাবিত খসড়া নয়। সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ইসহাক দার বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেছেন, তা আমাদের নয়, আমাদের খসড়ায় পরিবর্তন আনা হয়েছে।’ তিনি আরও বলেন, জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ ও ওআইসি ব্যর্থ হওয়ায় মুসলিম দেশগুলো শেষ আশার প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করার চেষ্টা করেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত পরিকল্পনায় যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, ধাপে ধাপে ইসরায়েলী বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব রয়েছে। এই পরিকল্পনা উন্মোচন করা হয়েছিল পাকিস্তান, সৌদি আরব, কাতার, জর্ডান, মিশর, তুরস্ক ও ইন্দোনেশিয়াসহ আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের পর। ইসহাক...