তিনি এ পদে আসায় আফ্রিকার বিভিন্ন দেশে থাকা রক্ষণশীল চার্চগুলোর সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ধর্মতাত্ত্বিক বিভাজন আরও তীব্র হওয়ার আশঙ্কা সৃষ্টি হল। ক্যান্টারবেরির নতুন আর্চবিশপ হিসেবে দায়িত্ব পেয়েছেন সেরাহ মুলালি; চার্চ অব ইংল্যান্ডের এক হাজার ৪০০ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো নারী এ দায়িত্ব পেলেন। বিবিসি লিখেছে, আর্চবিশপ হওয়ায় মুলালি বিশ্বজুড়ে থাকা ৮ কোটি ৫০ লাখের মত অ্যাংলিকান খ্রিষ্টানের অলঙ্কারিক প্রধানও হলেন। তবে একজন নারীকে এ পদে আনায় আফ্রিকার বিভিন্ন দেশে থাকা রক্ষণশীল চার্চগুলোর সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ধর্মতাত্ত্বিক বিভাজন আরও তীব্র হওয়ার শঙ্কা সৃষ্টি হল। ১১ বছর আগে সূচিত সংস্কারের পথ ধরে আর্চবিশপ পদে নারীদের আনার পথ সুগম হয়েছিল। ক্যান্টারবেরির ১০৬তম আর্চবিশপ হিসাবে নাম ঘোষিত হওয়ায় মুলালি ব্রিটিশ জনজীবনের সর্বশেষ সেই ক্ষেত্রগুলোর একটির নেতৃত্ব পেলেন, যেখানে আগে কেবল পুরুষদেরই...