ঢাকার গুলশান থানার সন্ত্রাসবিরোধ আইনের মামলায় গ্রেপ্তার বরিশালের মুলাদী পৌরসভার সাবেক মেয়র শফিকুল জামান রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে।শুক্রবার (০৩ আক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গুলশান থেকে শফিকুল জামান রুবেলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মোজাম্মেল হক মামুন।আবেদনে বলা হয়, এ মামলায় গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা মামলার সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশ করে। আসামিদের জবানবন্দি এবং স্থানীয়ভাবে তদন্তে জানা যায়, শফিকুল জামান রুবেল এ মামলার ঘটনার মিছিলে অংশগ্রহণকারীদের দেশের সার্বভৌমত্ব ও দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি...