আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। দুটি পরিবর্তন নিয়ে এই ম্যাচের একাদশ সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। দুই পেসার তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিবকে একাদশে রাখা হয়নি। তাদের জায়গা নিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং পেসার শরিফুল ইসলাম। আরও পড়ুনআরও পড়ুনসাকিবের পর মাশরাফিকে নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও ব্যাট হাতে বড় বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ দল। বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলার পর স্রেফ ৯ রানের মধ্যে ৬ উইকেট হারায় জাকের আলীর দল। তবে টার্গেট নাগালের মধ্যে থাকায় শুরুর ভিত কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ৪ উইকেট হাটে রেখের জয়ের বন্দরে পৌঁছে যায় দল। তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম...