বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলে সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন বলেছেন, দেশের অগ্রগতির জন্য নারীদের সচেতনতা, শিক্ষার প্রসার এবং রাজনৈতিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি। নারী সমাজ এগিয়ে গেলে পুরো জাতি এগিয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে নারী সমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত করতে হবে, যাতে তারা সমাজের নেতৃত্বে ভূমিকা রাখতে পারে।শুক্রবার (০৩ অক্টোবর) বিকেলে বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিকেলে মোহনপুর কল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফজলুর...