০৩ অক্টোবর ২০২৫, ০৮:২২ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:২২ পিএম বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রাহ.)'র ওফাত বার্ষিকী উপলক্ষে মাহফিলে ইসালে ছওয়াব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ইছালে ছাওয়াব (ফাতেহায়ে ইয়াজদাহুম) মাহফিলে পীর সাহেব বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, দুঃসময়ে উম্মতে মুহাম্মদীকে সঠিক পথের সন্ধান দিয়েছিলেন বড়পীর আবদুল কাদের জিলানী (রাহ.)। তিনি বলেন, ত্বরিকায়ে কাদেরীয়ার ইমাম বড়পীর হযরত শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহ.) এমন এক যুগ সন্ধিক্ষণে (৪৭১-৫৬১ হিজরি) আবির্ভূত হন, যখন ভিন্নধর্মী দর্শন মুসলিম শিক্ষা ও চিন্তার জগত বিভ্রান্তির কালো থাবায় নিমজ্জিত ছিল। মুসলিম মননে শিরক, কুফর ও বিদআত নিত্য নবরূপে সঞ্চারিত হচ্ছিল, অন্ধবিশ্বাস ও কুসংস্কার মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেই দুঃসময়ে উম্মতে মুহাম্মদীকে...