বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টির অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে ভারত। শুক্রবার (৩ অক্টোবর) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় বাংলাদেশ সরকারকেই নিতে হবে। তিনি অভিযোগ করেন, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়মিতভাবেই নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করে।” এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছিলেন, খাগড়াছড়িতে চলমান অস্থিরতায় ভারত বা ‘ফ্যাসিস্টদের’ ইন্ধন রয়েছে। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা এই অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। বরং পাহাড়ি সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীদের হামলা ও জমি দখলের ঘটনা ঢাকাকে গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে।” খাগড়াছড়িতে উত্তেজনা শুরু হয় ২৩ সেপ্টেম্বর, মারমা সম্প্রদায়ের এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগের ঘটনায়। পরদিন পুলিশ সেনাবাহিনীর সহায়তায় শয়ন শীল নামের এক তরুণকে...