ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ২০০ বছরের পুরনো নোয়াখালী জেলা। বৃহত্তর এই জেলার মানুষ ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর স্বনামেই নোয়াখালী বিভাগ দেখতে চায়। তাই এই অঞ্চলকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী। বিভাগের দাবিতে আবারো গত ২দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) বাদ জুম্মা জেলা শহর মাইজদী এবং গতকাল ২ অক্টোবর উপজেলা শহর সোনাইমুড়ি বাইপাস নোয়াখালী কুমিল্লা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। আজ শুক্রবার জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় থেকে বের হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি প্রধান সড়কে প্রবেশ করতেই চার দিক থেকে হাজার হাজার সাধারণ মানুষ অংশ নিতে থাকে। ফলে গণ-আন্দোলনে রুপ নেয় বিক্ষোভ-সমাবেশটি। এতে জেলার বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও অংশ...