উত্তরের ১৬ জেলাসহ দেশে অপরিকল্পিত ও অসম রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরা শক্তির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে কমে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে মাটির উর্বরা শক্তি ও মাটিতে অম্লত্বের হার বৃদ্ধি পাচ্ছে। সর্বনিম্ন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে জৈব পদার্থের উপস্থিতি। এ কারণে মাটিতে রাসায়নিক সার ব্যবহার করলেও তা ফসল উৎপাদনে কাজে লাগছে না। আমাদানিকৃত বিপুল পরিমাণ সারেরও আর্থিক অপচয় হচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সমন্বিত উদ্যোগ। রংপুর বিভাগীয় মৃত্তিকা সম্পাদ উন্নয়ন ইনস্টিটিউট কার্যালয়ের গবেষণা রিপোর্টে এমন আশঙ্কাজনক তথ্য পাওয়া গেছে। রির্পোটে বলা হয়েছে, রংপুর বিভাগের ৮ জেলার মাটির উর্বরা শক্তি ক্রমাগত নষ্ট হয়ে মাটি ভারসাম্য হারাচ্ছে। এর ফলে মাটির উৎপাদন ক্ষমতা ক্রমাগত নিম্নগামী হচ্ছে। মৃত্তিকা গবেষকদের মতে, এতে কৃষক...