শারজাহের সবুজ গ্যালারিতে সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে নাটকীয় জয়ের পর আবারও মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে ভাগ্য হাসল জাকের আলীর পক্ষে। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় তুলে নেওয়া দলটি আজও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে আছে।একাদশে দুই পরিবর্তনপ্রথম ম্যাচে খেলা তাসকিন আহমেদ ও তানজিম সাকিবকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাদের পরিবর্তে দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।জ্বরে ভুগছেন টাইগার ক্রিকেটার, দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা নিয়ে শঙ্কাবাংলাদেশের একাদশ:তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক ও উইকেটকিপার), নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ...