০৩ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কাঁচা মরিচের কেজি প্রতি ৩০ টাকা বেড়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধায় হিলি বন্দর বাজার ঘুরে দেখা যায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৮০ টাকায়, যা গতকাল বৃহস্পতিবার ছিল ২৫০ টাকা। হঠাৎ করে দামের এই উর্ধ্বগতিতে ভোক্তাদের মধ্যে চাপ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, কয়েকদিন ধরে ভারত থেকে মরিচ আমদানি বন্ধ থাকায় স্থানীয় বাজারে সরবরাহ কমে যায়। এতে পাইকারি বাজার থেকেই দাম বাড়তে শুরু করে। তবে তারা আশ্বস্ত করেছেন, আগামীকাল শনিবার (৪ অক্টোবর) থেকে ভারতীয় মরিচ আমদানি শুরু হলে দাম আবারও কমে আসবে। হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, আমদানি বন্ধ থাকায় চাহিদা বেশি আর সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে আগামীকাল থেকেই আমদানি...